মানস মন্ডল

কবিতা - মনের অন্তরালে

লেখক: মানস মন্ডল

তোমার জন্য আক্ষেপ করিনা বরঞ্চ অপেক্ষা করি,
নিকষ কালো অন্ধকারে তোমার ফটো জাপটে ধরি ,
চাওয়া পাওয়া এই দুই শব্দের অচিরে আমি আর তুমি,
ভেজা তোয়ালাই চোখ মুছতে মুছতে কার্নিশে করি বমি।

প্রত্যাশা নাকি সান্ত্বনা, কোনটা পাবো তোমার থেকে,
দীর্ঘ নিঃশ্বাস ফেলে দিন কাটায় তোমার শোকে,
দেহের ভেতর মোচড় ওঠে নীরবে ওঠে কান্না,
রংমশালটা আজও জলে কেবল আমি করি বায়না।।

একটু কথা বলবে, একটু সময় পাব তোমায় নিয়ে ভাবতে,
চোখ দুটো ছল ছল করে উঠে বিষন্ন হাওয়ার গতিতে,
আশা বেশি করি না প্রত্যাশা নিয়ে বেঁচে আজও নীরবে,
ভরসা আছে, বিশ্বাসটা আছে হয়ত কখনো কিছু হবে।

দিন কেটে যায় শুধু মুহূর্তগুলো আঙুল বাড়িয়ে প্রশ্ন করে,
লজ্জায় হাপিয়ে উঠি এই বেয়াড়া মনের আবদারে ,
বিবাগী মনে চিৎকার করি ধ্বংসের ভয় করি না,
পাবো কি কখনো তোমায়,এই প্রশ্নের কোন জবাব হয় না।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন