নির্জন আকাশের দিকে তাকিয়ে আমি আবার চোখ ফিরিয়ে নিলাম,
অহেতুক মনকে সান্ত্বনা দিতে দিতে আমিও আর পেরে উঠছি না।
ক্লান্ত দুপুরে জমকালো মেঘ তোমার চোখে বিরহ এনে দিক,
আমি না হয় আরেকটু তোমায় নিয়ে ভাববো তোমায় নিয়ে লিখব।
এই শহরে একাকিত্ব জীবনটা বড্ড কষ্টের ভাবলে হয়ত তাই মনে হয়,
আসলেই কি তাই সত্যিই কি খুব কষ্ট এই একাকিত্ব জীবনের?
তোমায় নিয়ে গল্প লেখা আর হয়ত হয়ে ওঠে না এই ব্যস্ততার মাঝে,
কৌতুক করে হেসে উঠি মাঝে রাতে সত্যিই আমি কত বোকা ছিলাম।
আশ্বিনের কোমল রোদে গোলে গেলো মোমবাতিটা নিমেষে,
রাত্রে গাঢ় অন্ধকার নেমে এলো আমি কোথায় দাঁড়িয়ে?
অবশেষে ঘুম ভাঙ্গলো আমি শুয়ে আছি সেই বিছানাই ,
পৈতৃক ভিটার শেষ সম্পত্তিকে আগলে আমি আজও বর্তমান।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন