মানস মন্ডল

কবিতা - শাস্তি চাই

লেখক: মানস মন্ডল

বিশ্ব জুড়ে ধর্ষকদের অত্যাচারে মরছে নারী,
কোথায় গেল দেশের শাসন কোথায় তাদের রংবাহারি।

যৌনকামে হিংস্র সমাজ উথলে উঠেছে শহর জুড়ে,
শাস্তি তাদের পেতেই হবে যুদ্ধ রবে শহর পরে।

টের পাবে তারা অত্যাচারের কঠোরতম শাস্তি কেমন,
নিধন তাদের জাপটে ধরবে যেমন ভাবে কেড়েছে জীবন।

অত্যাচারে ‌জলছে নারী নেই তাদের যত্ন কোন,
অকারনে মরছে তারা বিনাশ তবে থামবে কেন?

ঘৃণ্য তাদের সমাজ সৃষ্টি ঘৃণ্য তাদের মনোভাপর্ন ,
এভাবেই বিনাশ ঘটছে অসীম নারীর জীবনা বর্ন।

সকল নারী একতা হয়ে ঘনিয়ে এস নির্ভয়ে,
অত্যাচারের মুখ বন্ধ করতে হবে বিশ্বদয়ে।

ধর্ষকদের শাস্তি চাই শাস্তি চাই বিশ্ব জুড়ে,
এবার তোমরা গর্জে ওঠো নারী ক্ষোভ উজার করে।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন