কাজী নজরুল ইসলাম

কবিতা - নবিজি রয় প্রাণের কাছে

লেখক: কাজী নজরুল ইসলাম

আল্লাহ থাকেন দূর আরশে-
নবিজি রয় প্রাণের কাছে।
প্রাণের কাছে রয় যে প্রিয়,
সেই নবীরে পরাণ যাচে।।

পয়গম্বরও পায় না খোদায়,
মোর নবীরে সকলে পায়,
নবিজি মোর তাবিজ হ’য়ে
আামার বুকে জড়িয়ে আছে।।

খোদার নামে সেজদা করি,
নবীরে মোর ভালোবাসি,
খোদা যেন নূরের সূরয,
নবী যেন চাঁদের হাসি।

নবীরে মোর কাছে পেতে
হয় না পাহাড়-বনে যেতে,
বৃথা ফকির-দরবেশ মরে
পুড়ে খোদার আগুন- মাঝে।।

১১৭
মন্তব্য করতে ক্লিক করুন