শংকর ব্রহ্ম

কবিতা - পরমান্ন

লেখক: শংকর ব্রহ্ম

পরমান্ন
শংকর ব্রহ্ম

পরমান্নে লোভ নেই এ কথা বলব না
পরমান্ন শব্দটা শুনলেই
মুখ ভরে জমে ওঠে লালা
আমি শালা ভিখিরিরও অধম ভিখারী
দিন শেষে এক থালা ভাত জোটে যদি
তাকে রাজ ভোগ বলে ভুল হয়ে যায়।

পরমান্নে লোভ নেই এ কথা বলতে পারে কারা
লক্ষ্মীকে ধরে ঘরে বেধে রাখে যারা।
দিন শেষে যদি
পান্তা ভাতে একটু লবন আর একটা লঙ্কা জুটে গেলে
পরমান্ন বলে ভুল হয়ে যায়
আনন্দে চোখ দুটি ভরে ওঠে জলে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন