নারী তুমি জীবনদাত্রী, সৃষ্টির মূলে আছো তুমিই,
তোমার কোলে আসে জন্ম, জগৎ যার কাছে নত হই।
তোমার ছোঁয়ায় ফুল ফোটে, হেসে ওঠে পৃথিবী,
তোমার ত্যাগে জাগে আলো, দূর হয় সব অন্ধকারী।
তুমি মমতা, তুমি দয়া, তুমি সাহসের দীপ্তি,
তুমি আছো শাশ্বত শান্তি, তুমি আছো শক্তি।
মা, বোন, সঙ্গিনী কিংবা কন্যা, যত পরিচয় তবু,
তোমার স্থান হৃদয়ে সবার, শ্রদ্ধায় নত সব।
কখনো তুমি সীতা রূপে, কখনো রূপ ঝাঁসির রানি,
তোমার শৌর্যে গাঁথা হয়েছে ইতিহাসের বাণী।
তুমি রূপ সবার আশার দীপ, তুমি আলো সবার রাতে,
তোমার তপস্যায় আসে শান্তি, তোমার প্রেমে জগৎ মাতে।
কখনো তুমি কৃষাণী, কখনো তুমি কর্মজীবী,
তোমার শ্রমে উঠে দাঁড়ায় সমাজ, হয় উজ্জীবিত পৃথিবী।
তুমি যদি না থাকতে এখানে, কোথায় পেতাম দিশা?
তোমার ছোঁয়ায় জীবন সুধা, তুমি জীবন-পথের পীঠা।
তোমার অধিকার তোমারই, তা কেউ নেবে না কাড়ে,
তোমার সন্মান করতে হবে, শত বাধা থাক সবারে।
তুমি যদি না পাও সমতা, বিশ্ব থমকে দাঁড়াবে,
তোমার শক্তি ছাড়া জগৎ, একদিন হার মানবে।
তুমি আছো হৃদয়ের মাঝে, তুমি আছো প্রেরণায়,
তোমার সেবা, ত্যাগ, আর ভালোবাসা, সবকিছু চিরকাল চায়।
নারী তুমি চিরন্তনী, তুমি সৃষ্টির গভীর প্রাণ,
তোমায় সন্মান করে যেন বাঁচে, এই পৃথিবীর প্রত্যেক প্রাণ।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন