কবিতা - বৃষ্টি, হাওয়া, আর এক প্রশ্ন

লেখক: বিশ্বরূপ দাস

সে সন্ধ্যায়, বৃষ্টি ছিল মৃদু শব্দে,
ঠান্ডা হাওয়া, এক স্পর্শ —
গোপন, নীরব, অন্তহীন।
জলের বিন্দু মিশছিল মাটির সাথে,
একাকী ঝিঁঝি পোকার ডাক,
হারিয়ে যাওয়া সময়ের সুর,
অন্ধকার ঘনিয়ে আসছিল ধীরে,
যেন এক বিষণ্ণতা অন্তর্লীন।

হাওয়ায় ভেসে আসা হাসি,
নিষ্কলুষ আনন্দের,
যে ছিল চিরকালীন—
কিন্তু বাস্তব তো জানে,
অনন্ত বলে নেই কিছু।

সে সন্ধ্যায়, সময় গিয়েছিল থেমে,
তেমনই মনে হয়েছিল,
তবু নির্বাক মনে
এক সুরে বাজছিল প্রশ্ন—
যদি এমন এক শাশ্বত আনন্দ হতো,
যদি সে মুহূর্ত স্থির থাকত—
তবু কি সেই হতো পূর্ণতা,
নাকি অপূর্ণতার চিরন্তন চেতনা?

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন