পরিচিতি: আমি একজন গবেষক, এবং আমার গবেষণার প্রধান ক্ষেত্রগুলি হল অস্তিত্ববাদ, মনোবিশ্লেষণ, বৌদ্ধধর্ম, রোমান্টিক কবিতা, বিংশ শতকের বাংলা কবিতা এবং অবসার্ড সাহিত্য। আমার গবেষণা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একাধিক একাডেমিক জার্নালে প্রকাশিত হয়েছে,
যার মধ্যে রয়েছে Comparative Literature: East and West (Taylor & Francis), Rupkatha Journal on Interdisciplinary Studies in Humanities, Qeios, এবং The Explicator (Taylor & Francis), প্রভৃতি। আমার গবেষণা সংক্রান্ত আরও তথ্য জানতে পারবেন আমার ORCID প্রোফাইলের মাধ্যমে: [https://orcid.org/0000-0002-8823-2927] অথবা আমার ব্যক্তিগত ওয়েবসাইট: [https://biswarupdas20.academia.edu]