পুঁথিগত
শংকর ব্রহ্ম

এতদিন যারা পুঁথিতে মগ্ন ছিল
আজ তারা শিকারে গিয়েছে
মহাসমারহে ঝলসে নিচ্ছে নিজস্ব অর্জন,
রাত বাড়ছে ক্রমশঃ নিকষ আঁধারে
ঘাম ও মেদ জমছে শরীরে কেবল
ধূলো জমছে পুঁথির পাতায়।

এতদিন যারা ঘুমিয়ে ছিল
তারাও জড়তা ভেঙে
হাওয়া বুঝে নিচ্ছে দশ দিকের।

প্রিয় মূর্তিগুলি ভাঙতে ভাঙতে
বিমূর্ত হয়ে যাচ্ছে বোধ।
মগজে ধূলো জমছে
ধূলো জমছে পুঁথির বিদ্যায়
অনিবার্য একটা ঝড়ের সংকেতে
দশদিকের বাতাস উত্তাল হয়ে উঠেছে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন