আজাহার রাজা

কবিতা - নিগূঢ় প্রতিসরণ

লেখক: আজাহার রাজা

আমসত্ত্ব নিগূঢ়তত্ত্ব
জলমগ্ন পাণ্ডিত্য।

বৈপরীত্য মস্তিষ্ক
অস্তিত্ব চিরনত্ব।

প্রতিধ্বনিত দুর্বোধ্য
বিস্মৃত যুক্তিত্ব।

স্পন্দন নিষ্প্রভ
স্থিতধী ঔদ্ধত্য ।

অস্পষ্ট উন্মাদনা
বিচ্ছুরিত আত্মতত্ত্ব।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন