শান্তনূর

আলোচনা - জীবন থেকে নেওয়া

লেখক: শান্তনূর
প্রকাশ - মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২৫

এর নাম হইল “ভালোগিরি মারানোর বিড়ম্বনা”।

রাত পৌনে এগারোটায় সামান্য কিছু টাকা চলে আসলো ইসলামি ব্যাংকের সেলফিনে। সাথে সাথে কল।
-ভাইয়া, আপনার একাউন্টে ভুল করে আমার ১০৬০০/ টাকা চলে গেছে, একটু যদি ব্যাক করে দিতেন?
= টাকা আসছে কিনা সেটা তো আগে দেখি।
দেখে কল দিলাম।
= হ্যা টাকা আসছে। কিন্তু মোবাইলে তো সেলফিন চালু নেই। তার উপরে কাল শুক্রবার। কিভাবে দেবো?
-ভাইয়া দেখেন না একটু, যদি দিয়ে দিতেন উপকার হত।
= আমি 🤡🤡🤡
-ঠিক আছে ভাইয়া, রবিবারে একটু দিয়ে দিবেন।
= ওকে। আমার হোয়াট্সঅ্যাপে আপনার অ্যাকাউন্ট নম্বর দিয়ে রাখেন।

যথারীতি রবিবার একবেলা অফিস ছুটি নিয়ে ব্যাংকে যেয়ে বসে আছি। বেচারা তিনদিনের মধ্যে অ্যাকউন্ট নম্বর দিল না। দুপুরে গাড়িতে উঠে অফিসে চলে যাচ্ছি তখন আবার কল।

-ভাইয়া টাকাটা?
মেজাজ গেল খিচড়ে, তাও ঠান্ডাভাবে বললাম
= আমি আরেক জেলাতে চাকরি করি, এখন সেখানে চলে যাচ্ছি। আপনি ব্যাংকে রিপোর্ট করে রিভার্স করিয়ে নেন।
-না ভাই, আপনি একটু নিজের কাছ থেকে দিয়ে দেন। ব্যাংক বলতেছে ১৫ দিন লাগবে রিফান্ড করতে।
=ভাই, দুয়েক-হাজার টাকা হত, আমি চেষ্টা করতাম। এতটাকা তো আমার পকেটে অলস থাকে না।
-ভাই, আমার সেমিস্টার ফি’র টাকা।কালকে লাস্ট ডেট…….। (তার ডিটেইলস খোজ নিয়ে ধারণা পেলাম সে দারাজ সেলার, বাড়ি আগ্রাবাদ)
=তাইলে ভাই অপেক্ষা করতে হবে।
সে পাঁচ মিনিট পরপরই কল দিচ্ছে। আমি রিসিভ করে বারবার বুঝাচ্ছি, সে নতুন নতুন জ্ঞান দিচ্ছে। শেষমেষ বললাম, কাল দেখি কি করতে পারি।

আজ সকালে বাড়ি থেকে লোক পাঠালাম সেলফিন চালু করে টাকা ব্যাক দিলাম। সে নাকি টাকা পায়নি,মেসেজ আসেনি। বারবার ফোন দেয়, বললাম টাকা পাঠিয়েছি ব্যালেন্স চেক করেন।তারপর ব্যস্ততায় দুইবার কল রিসিভ করিনি। ব্যস বাসার যে নম্বরের সেলফিনে টাকা আসছিল সেটাতে কল দিয়ে উল্টাপাল্টা কথা।
-প্রমান (রিসিপ্ট) পাঠান যে টাকা দিয়েছেন, ব্লা ব্লা ব্লা।

টাকা পেয়ে আমাকে না বলে সেলফিন নম্বরে কল দিয়ে ধন্যবাদ দিয়েছে। পরে আমি কল দিলে বলছে, ভাইয়া থ্যাংকিউ। তখন আমি,
-আপনি যে ভোগান্তিটা ভোগাইলেন এইটার জন্যেই মানুষ এইগুলা খেয়ে দেয়।

পাদটিকাঃ মাঝখান দিয়ে একবেলা ছুটি,এক্সট্রা দুই-তিনশ টাকা আর ফোনের ব্যালেন্স গচ্চা গেল আমার। 🤐

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৭৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন