ভালবাসার দিন
শংকর ব্রহ্ম
এই কথাটা ভেবেই মনে ভীষণ দুঃখ হয়
অন্যসব দিনগুলো কি ভালবাসার নয়?
ভালবাসার দিনটা যদি কাব্য জাগায় মনে
চিত্ত কিছু উদার হবে হীনতা যাবে কমে?
হঠাৎ যদি একটি দিবস তোমার আমার মনে
ভালবাসার জোয়ার আনে নিবিড় সংগোপনে?
একটি দিবস হঠাৎ যদি ডুব দিতে চায় প্রেমে
সূর্য ওঠা বন্ধ হবে নাকি পৃথিবী যাবে থেমে?
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন