ফাহিম বেপারী

কবিতা - পৃথিবী-জেলখানা

লেখক: ফাহিম বেপারী

এক জেলখানায় আটকে গিয়েছি সেই,
এক মমতাময়ীর রক্তক্ষরণের মাধমে!
সেই ভালোবাসা উপেক্ষা করে,
অধিক প্রয়োজনে আমরা জেলখানায় ঘুরতে থাকি।
বহু বছর পরে মুক্তি খুজি,
মুক্তি পাওয়া সেই মমতাময়ীর কাছে ফিরতে!
শুন্য হয়ে-ই মুক্তি পাই নিজেকে জেলখানায় রেখে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন