দেশ দেশ দেশ
নানান রঙের বেশ
যার রূপের নাই শেষ
সে যে আমার বাংলাদেশ।
ছয় ঋতু করে যায় খেলা
দিনশেষে নেমে আসে নতুন বেলা
যার মাঝে আছে সবুজ অরণ্য
পৃথিবীর বুকে যে হয় বরণ্য।
সে যে আমার স্বদেশ
সে যে আমার বাংলাদেশ।
যার বুকে আছে ১৬ কোটি প্রাণ
যেখান থেকে আসে সোনার মাটির ঘ্রান
ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই এক
সাদা কালো নিয়ে, আমরা করিনা ভেদাভেদ
যেখানে আছে নদী তেরশত
আছে সবুজ শ্যামল মাঠ আছে আরো কত
যেখানে আলাদা করে, নেই কোন প্রদেশ
সেটাই আমার প্রিয় বাংলাদেশ।
আপনাকে অন্য কোথায় দেখেছি সম্ভবত বাংলা কবিতা
হ্যাঁ