আজাহার রাজা

কবিতা - সময়ের স্রোতে গড্ডলিকা প্রবাহ

লেখক: আজাহার রাজা

সময়ের স্রোতে গড্ডলিকা প্রবাহ, অনিয়ন্ত্রিত ছন্দময় বিস্তার,
প্রবাহিত শিরা-উপশিরায় তুমুল উন্মত্ততার নিঃশব্দ আয়োজন,
বিবেকের নোঙরহীন তরী, গৃহহীন প্রতিধ্বনি, চেতনার বিভাজন,
অস্থিরতার কুয়াশায় ঢেকে যায় তর্কশূন্য প্রজ্ঞার বাকশূন্য ক্লান্তি,
ধারায় এক বিস্মৃত স্মৃতির সংহত বেদনা বহন করে।

বিশ্বাস নামে এক অদৃশ্য সেতু ভেঙে পড়ে,
সময়ে ক্ষয় অস্তিত্বের শূন্যগর্ভ প্রলম্বিত স্বরলিপি,
দিগন্ত রেখায় থমকে থাকা স্বপ্নের দুর্নিবার লিপ্সা,
পলল জমে থাকা শিকড়, আকাঙ্ক্ষার শীর্ণ পাথর,
অস্তিত্বের নৌকো তলিয়ে যায় অন্তহীন প্রবাহে।

সময়ের একচোখা দর্শনের অতলান্ত উপাখ্যান,
নিয়তি নির্বাসিত যাত্রী, শিকড়বিহীন এক বৃক্ষ,
সত্যের আঙিনায় অসংলগ্ন সংলাপের উদগীরণ,
স্বেচ্ছাচারিতার নেশায় ক্লান্ত সভ্যতার যান্ত্রিক দলন,
প্রবাহে অনুরণিত হয় অন্বেষণের স্পন্দন।

সত্য চাপা পড়ে, ভাসতে থাকে পলিমাটির অতীত,
সভ্যতা হাঁটে, সময় ভেঙে ফেলে পরিচয়ের ছদ্মবেশ,
শব্দের ভগ্নাংশে স্পর্শহীন নৈতিক শুদ্ধতার চিহ্ন
চক্রব্যূহে নিরন্তর বহমান প্রজন্ম নব-প্রজন্মে
অবশেষে—প্রবাহ থামে না, বয়ে চলে অবিরত।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন