যুবক অনার্য

গল্প - দ্য কিলার আউটসাইডার – ৯

লেখক: যুবক অনার্য
প্রকাশ - বুধবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ ধরণ: রহস্য

নতুন খবরটা কি?
দিলু বললো – অজিতদা আপনার সংগে দেখা করতে আসবেন।
তাই নাকি!উনি নিজে বলেছেন?
– না।উনার পিএস জানিয়েছেন।
কই আমাকে তো পিএস ফোন দিলো না!
-আপনাকে অজিতদা নিজেই ফোন দিবেন
গুড। তাহলে তুমি তোমার কাজ গুছিয়ে ফেলো।
-কাজ গুছানোই আছে।কিন্তু…
কিন্তু কী?
-মানে বলছিলাম অজিতদা আসার আগে কি কোনো অপারেশনে যাওয়া ঠিক হবে?বরং অজিতদার আসার পর উনার মোটিভ বুঝে সেই অনুযায়ী…
আরে ধ্যাৎ। অজিতদার উপর ভরসা করে বসে থাকলে চলবে?তুমি তোমার কাজ করো।
-ওকে।

দিলু ‘ওকে’ বললো কিন্তু সেই ‘ওকে’টা একটু ‘আনওকে’ ধরনের। দিলুর মনের ভাব রহিমা বেগম ধরতে পেরেছেন কিন্তু দিলুকে তা বুঝতে দিলেন না।বললেন- ঠিক আছে আজকে চলে যাও।পরে কথা হবে।

দিলু চলে যাবার পর রহিমা বেগম কদম আলীকে ফোন দিলো-
হ্যালো কদম।
ওপাশ থেকে কদম বললো- জ্বি ম্যাডাম।
-টাকাটা পৌঁছে দিয়েছো?
জ্বি ম্যাডাম।
-বাকীটা কাজ শেষ হলে দিবো।জানিয়েছো?
জ্বি ম্যাডাম।

রহিমা বেগম কিছু না বলে লাইনটা কেটে দিলো।

৮৭
মন্তব্য করতে ক্লিক করুন