ফানুস
শংকর ব্রহ্ম

তাঁবুর বাইরে বিপদ অনেক
তবু আলো বাতাস দুটোই খেলে
রাত্রি এলে আঁধার নামে চোখের পাতায়
যাত্রীরা সব শান্ত হয়ে শুতেই চায়
সামনে যেন কোন উৎসব সেই অনুভব

অর্থ-কড়ি জমতে থাকে মাটির ভাঁড়ে
ছড়িয়ে পড়ে সুখের আবেশ ঘরে ঘরে
বাঁধন ছাড়া মানুষগুলি মায়ার বাঁধনে জড়িয়ে পড়ে
বাঁশি বাজায় রাখাল বালক গাছের নীচে
ঘুরতে থাকে দুঃখী মানুষ সুখের পিছে,
ফানুস ওড়ায় তারাই যাদের অর্থ আছে
জমানো টাকা ছাড়াও বহু নিজের কাছে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন