নারীদিবস
শংকর ব্রহ্ম

একটি দিন নারীর জন্য ছেড়েই দিতে পারি
বাকী সব দিনগুলো তো থাকবে আমাদেরই,
মাথায় নিয়ে একটি দিবস করবো মাতামাতি
অন্যসব দিনগুলোতে মারবো ঝাঁটা লাথি।

৮ই মার্চ ছুঁয়ে ফেলি সব নারীদের অন্তর
‘নারী দিবস’ মানে যেন ‘ছুঁ যাদু’ এক মন্তর,
অন্যসব দিনগুলোতে ভাবার সময় কই?
সে’সব দিনে আমরা পুরুষ আত্মমগ্ন রই।

এমন দিবস চায় কি নারী তাদের জন্য বরাদ্দ,
নাকি তারা সবাই মিলে,করবে দিনটির শ্রাদ্ধ?

পরে পড়বো
১১০
মন্তব্য করতে ক্লিক করুন