সামস রবি

আলোচনা - বসন্ত গুলো চলে যাচ্ছে এক এক করে

লেখক: সামস রবি
প্রকাশ - বুধবার, ০২ এপ্রিল ২০২৫

আরেকটি ঈদ চলে গেল, বসন্ত গুলো চলে যাচ্ছে এক এক করে। একটু মনে করে দেখি তো গত বসন্তে যাদের সাথে হাত মিলিয়েছি, বুকে জড়িয়ে ধরেছি তারা সবাই কি এই বসন্তে আছে; হাত মিলানোর জন্য, বুকে টেনে নেওয়ার জন্য? উত্তর হবে না। আবার অনেকের সাথে সম্পর্ক খারাপ হয়ে আছে, স্বার্থে বা স্বার্থ ছাড়া। ঘৃণা, হিংসার দৃশ্যমান স্তুপে দাঁড়ীয়ে এই সমাজ এখনো, মানুষ কে মানুষ ভাবতে পারেনি, ভালোবাসতে পারেনি। আমাদের সকলের মাঝে প্রচন্ড ক্ষুধা, যা অন্তহীন। সবচেয়ে ভয়ংকর ক্ষুধা হচ্ছে অন্যকে ঘৃণা করার, গালি দেওয়ার, অপমান – অপদস্ত করার। প্রকাশ্যে বা লুকিয়ে। আমরা মনে করি আমাদের মতের বাহিরের মানুষ গুলো সব পাপী, জাহান্নামি আর আমি বা আমরা শ্রেষ্ঠ। এই ছোট ও বিচ্ছিন্ন মতবাদটি আমাদেরকে সৃষ্টি ও স্রষ্টার প্রেম থেকে দূরে রেখেছে।

আমরা সবাই জানি বিশ্ব জগতের সবচেয়ে বড় সত্য হলো মৃত্যু, আস্তিক বা নাস্তিক হোন। এবং কি পৃথিবীরও মৃত্যু হবে। তবুও কি অন্যের মৃত্যু বা পরাজয় থেকে আমরা কিছু গ্রহণ করি? উত্তর হচ্ছে না। স্রষ্টা আমাদের মাথায় মগজ দিয়েছেন বিবেচক হওয়ার জন্য, কিন্তু আমরা হয়েছি বিচারক; তাও শুধু নিজের জন্য।

যুক্তি পাল্টা যুক্তি আর উদাহরণের অন্তহীন সংলাপে, সম্প্রীতি থেকে, প্রতিবেশির অধিকার থেকে নিজেকে দূরে নিয়ে গেছি বা যাচ্ছি তাও আমাদের বিবেচনার বাহিরে।

আশা নিরাশার দোলাচলে তবুও আশাবাদী হয়ে বলি; সবাই ভালো থাকুক, ভালো রাখুক। যে আমাকে ঘৃণা করে সেও।
ঈদ মোবারক।

২৩৪
মন্তব্য করতে ক্লিক করুন