বোরহানুল ইসলাম লিটন

কবিতা - তার তরে!

লেখক: বোরহানুল ইসলাম লিটন

স্বপ্ন মেলেই মন্দ আমি ভাঙলো তো সেই আস্তাবল,
যার তরে এই বুকের ভূমে ফুঁসছে আজও বানের জল।
যখন বলি এ’ কোন ক্ষিতি!
চিত্তে দিয়ে হ্যাংলা প্রীতি
নীড় হারা মেঘ তারই স্মৃতি স্কন্ধে নিয়ে হয় অটল –
যার তরে এই বুকের ভূমে ফুঁসছে আজও বানের জল!

শেষ বিকেলে গড়লে সুরুজ লাল ফড়িঙের সতেজ পণ,
বিবশ দু’চোখ ক্যান খুঁজে এক চিলের পাখে গুপ্তধন!
সাজলে পাঁজর বিরান বাড়ি?
পলেস্তারার মায়া ছাড়ি
গুল্ম যা হয় বাঞ্ছাধারী তার মতো প্রাণ খুব সবল –
যার তরে এই বুকের ভূমে ফুঁসছে আজও বানের জল!

’দৃষ্টিতে ওই আকাশ টেনে কণ্ঠে রচে পুবাল বাও,
পারতো না কি সরিৎ হতে আমায় যেচে ডিঙা নাও!’
ভাবনা হলে বিভাবরী
নেমেই চাঁদের রজ্জু ধরি
হিম কণা চুম চক্রে ভরি সর্বে আঁকে তার আদল –
যার তরে এই বুকের ভূমে ফুঁসছে আজও বানের জল!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন