১.
ভালো আছি
তবু ভালো থাকি না
২.
তোমাকে ছুঁয়ে কথা দিলাম
তোমাকে ছোঁবো না কোনোদিন
শুধু দেখবো, দেখবো তোমায়
৩.
ইদানিং আপনাকে ভালো লাগছে
ইদানিং আপনাকে প্রেম প্রেম লাগছে
ইদানিং আপনি হয়ে উঠছেন বড়ো বেশি পরকিয়া
৪.
শুধু ভালোবাসি বলেই এতো অপবাদ এতো ঘৃণা
শুধু ভালোবাসি বলেই
তোমাকে পাওয়া হলো না কিছুতেই
৫.
একদিন দুঃখ এসে বলবে- তোমাকে ভালোবাসি
একদিন সুখ এসে বলবে- তোমাকে ভালোবাসি
শুধু ভালোবাসাই বলবে না- তোমাকে ভালোবাসি
৬.
তোমার দিকে যাওয়া মানে
কবিতার দিকে যাওয়া
তোমার দিকে যাওয়া মানে ভালোবাসার দিকে যাওয়া
৭.
আমি কাউকে অপেক্ষায় রাখি নি
অথচ সকলেই আমাকে প্রতীক্ষায় রেখেছিলো
৮.
কেউ কেউ ভালোবেসে ভালোবাসা পায়
কেউ কেউ আমার মতন যাকে পায় তাকেই হারায়
৯.
সকাল বেলার প্রেমিকা বিকেল বেলা বাসি হয়ে যায়
১০.
অনুভবে থেকে গেছো- অনুভুতিহীনা
মন্তব্য করতে ক্লিক করুন