মোঃ শামীম হোসেন

কবিতা - মাতাল শব্দের অর্থ বোঝো

লেখক: মোঃ শামীম হোসেন

(মরমী বাউলা গান)
রচনা কাল :✒১৪.০৫.২০২৫ ইং
তাং :✒১৪.০৫.২৫ ইং

বাজান, মাতাল মাতাল কেনো বলো?
মাতাল শব্দের মানে বোঝো?
মাতাল হওয়া বাজান, নয়কো সোজা,
মরমী সাধনে খোঁজে আল্লাহ-নবী’র দোজা।
বাজান, এই পাগলে বলে যায় যে তোর—
পাগলা শামীম বলে যায় যে তোর।
মদ-গাঁজা খাইলে মাতাল নয় রে,
বাজান বলে তারে— ‘নেশা খোর’।

মাতাল বলো হক্কানি পীর-অলি,
যাদের চরণে পতিত থাকে হৃদয়-কলি।
বাজান, মাতাল সে— নেশায় নয়,
আল্লাহ প্রেমে হৃদয় জেগে রয়।
বাজান, এই পাগলে বলে যায় যে তোর—
পাগলা শামীম বলে যায় যে তোর।
মদ-গাঁজা খাইলে মাতাল নয় রে,
বাজান,বলে তারে— ‘নেশা খোর’।

মাতালের ব্যাখ্যা মরমী সাধনে,
বলে গেছে মাতাল রাজ্জাক দেওয়ানে।
তারই সূত্রেপাতে লিখছি গানে,
যতনে সাজিয়ে সুরের টানে।
বাজান, এই পাগলে বলে যায় যে তোর—
পাগলা শামীম বলে যায় যে তোর।
মদ-গাঁজা খাইলে মাতাল নয় রে,
বাজান বলে তারে— ‘নেশা খোর’।

২৯
মন্তব্য করতে ক্লিক করুন