লজ্জায় নোয়াই

এম.এস নাজমুছাবির শামীম এম.এস নাজমুছাবির শামীম

নারী এখন দেয় না ঘোমটা
দেখলে পুরুষ ছেলে ;
লজ্জা পতি লজ্জায় নোয়াই
কারোর পরশ পেলে।

লজ্জা শরম নাইকো নারীর
খাইছে ধৌত করে ;
পুরুষের দায় হয়ছে চলা
মেয়ে লোকের তরে ।

নারী হলো ঘরের শোভা
ঘর যে উজ্জ্বল করে;
চলছে নারী উল্টা পথে
বুঝবে তারা পরে ।

সময় থাকতে ওহে নারী
পর্দা তোমরা ধরো
পর্দা করা প্রভুর আর্দেশ
পালণ সবে করো।

আল্লাহ যদি হন গো খুশী
পাবে তোমরা মুক্তি ;
আখিরাতে শান্তি পাবে
পর্দা তারি চুক্তি।

পালন করো প্রভুর বিধান
মান্য করো স্বামী ;
জগৎ মহী হবে তুমি
সবার তরে দামী।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৪৪ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন