গ্রামীন জীবনে গ্রীষ্ম আসে হাজার ব্যস্ততা নিয়ে,
তখন কৃষকের ওঠনে বাসে ধানের জুয়ার।
কৃষকের মাজে থাকে নবান্ন উৎসবের উচ্ছাস।
তথাপি কৃষকের মূখে বাসে চিন্তার অসাড়,
কারণ গ্রীষ্মের আকাশ যে বড্ড নাটকীয়,
কখনো সে সাজে ঘনকালো মেঘে ডাকা অন্ধকারে প্রবল বাতাসে।
কখনো বা সাজে প্রখর রৌদ্রজ্বলের উষ্ণতায়।
এমত অবস্থায় কেবল রৌদ্রর ই প্রয়োজন,
তবুও প্রকৃতি যে করে মেঘেদের আমন্ত্রণ।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন