আজকে তোমার জন্মদিন,,,
জীবনের ২১ বছর পুর্ণহলো,,,
জীবন বইয়ের আরেকটি অধ্যায় হারিয়ে গেলো,,,
তাই
জীবনের পাপ পুন্যের হাল খাতা খুলে দেখো,,,
কতটা পাথেও জমেছে প্ররিত্রানের জন্য,,,
কতটা জমেছে আগুনে পুরার জন্য,,,
জীবনের আরেকটা অধ্যায় খুলার আগেই একটু সচেতন হও,,,
তওবা করো,,,
পাপের সম্রাজ্য ভেঙে চুড়ে পণ্যের ভুবন গড়ে তোল
নতুন জীবনের সূচনা কর
প্রণয়ের মোহে নয়,
হৃদয়ের সহচরী খোঁজো—একজন সত্যিকারের অর্ধাঙ্গিনী খুজো। যে তোমার বংশবিস্তারে সহযোগী হবে।
তোমার জন্য সর্বদা দোয়া ও শুভকামনা রইলো,,,
যেন জীবন যুদ্ধে জৈই হয়ে পরকালেও যেনো সফল হও।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন