কবিতা - পল্লবিত তরুলতা কতই আছে কাননময় কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা পল্লবিত তরুলতা কতই আছে কাননময়, দেওদার আর থলকমলে, জান কেন মুক্ত কয়? দেবদারু তরুর শত কর, তবু কিছু চায় না সে; থলকমলীর দশ রসনা তবু সদা নীরব রয়। ♥ ০ পরে পড়বো ১১৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন