কবিতা - হঠাৎ সেদিন দেখলাম কাজী নজরুল ইসলাম অন্যান্য কবিতা হঠাৎ সেদিন দেখলাম, এক কর্মরত কুম্ভকার, করছে চূর্ণ মাটির ঢেলা, ঘট তৈরির মাল দেদার। দিব্য দৃষ্টি দিয়ে এ-সব যেই দেখলাম, কইল মন, নূতন ঘট এ করছে সৃজন মাটিতে মোর বাপ দাদার। ♥ ০ পরে পড়বো ৬৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন