কবিতা - রে নির্বোধ! কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা রে নির্বোধ! এ ছাঁচে-ঢালা মাটির ধরা শূন্য সব, রঙ-বেরঙ-এর খিলান-করা এই যে আকাশ- অবাস্তব। এই যে মোদের আসা-যাওয়া জীবন-মৃত্যু-পথ দিয়ে, একটি নিশ্বাস ইহার আয়ু, আকাশ-কুসুমের এ টব। ♥ ০ পরে পড়বো ৭১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন