কবিতা - আমার রোগের এলাজ করো কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা আমার রোগের এলাজ করো পিইয়ে দাওয়াই লাল সুরা, পাংশু মুখে ফুটবে আমার চুনির লালি, বন্ধুরা! মরব যেদিন- লাল পানিতে ধুয়ো সেদিন লাশ আমার, আঙুর-কাঠের ‘তাবুত’ করো, কবর দ্রাক্ষাদল-ঝুরা। ♥ ০ পরে পড়বো ১১৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন