কবিতা - রক্ত-রাঙা হ’ল হৃদয় কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা রক্ত-রাঙা হ’ল হৃদয় তোমার প্রেমের পাষাণ-ব্যথায়। তোমার ও-রূপ জ্ঞান-অগোচর, পৌঁছে না কো দৃষ্টি সেথায়। জড়িয়ে গেল ভীরু হৃদয় তোমার আকুল অলক-দামে, সন্ধ্যা-কালো কেশে বাঁধা দেখছি ওরে ছাড়ানো দায়।। ♥ ০ পরে পড়বো ৭৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন