কবিতা - মোমের বাতি! পতঙ্গে কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা মোমের বাতি! পতঙ্গে এ ভুলেও কি গো স্মরণ করো? আমার কাছে- ভালোবাসে ভুলে যাওয়া কেমনতর! তোমার তরে যে বেদনার ফল্গুধারা বয় এ হৃদে, জানে শুধু জীবন-মরুর বালুর চর এ রৌদ্র-খর।। ♥ ০ পরে পড়বো ৮২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন