কত দুঃখ সয়েছি
কত উৎকণ্ঠা বয়েছি,
দহণে হয়েছি দীর্ণ
বেদনা করেছে কীর্ণ,
হ্রদয় সরোবর ;
কোন সে আলোর পানে
চলেছি ছুটে কোন আহ্বানে,
পতঙ্গের মত জীবনে সতত
সুখ নিলয়ের সন্ধানে ;
নিশ্চিত মরণের পার।
বলো শ্রষ্টা মোর
এমন মন্দ ঘোর,
নরের কেন রতি,
কে দিয়েছে মতি ;
কেন খুঁজিনা সেই প্রাণ
শাশ্বত সত্য চির অম্লান
জন্মলগ্নেই হলো না ইচ্ছে
কেন করিতে অমৃতের স্নান;
ভালো মন্দ রয় ভাবনার ধারে
নরক যদি স্বর্গ হতে পারে
বদলে গেলে হ্রদয়ের মতি
বলো তাতে হতো কোন ক্ষতি।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন