বাংলাদেশের একটি গ্রামের নাম টুঙ্গিপাড়া
একটি নদীর নাম মধুমতী,
একটি ফুলের নাম শেখ মুজিব;
এই মুজিব আমার স্বাধীনতা
মুজিব আমার বাংলাদেশ,
মুজিব আমার লাল গোলাপ;
মুজিব আমার ভালোবাসা
মুজিব আমার প্রথম প্রেম,
মুজিব আমার বাংলা বই;
মুজিব আমার সোনার বাংলা
মুজিব আমার গীতবিতান,
মুজিব আমার ৭ই মার্চ;
মহাদেব সাহা
মহাদেব সাহা
বাঙালি আমার নাম
আমি লিখি বাংলা অক্ষর,
বাঙালির পিতার নাম শেখ মুজিবর।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন