কাজী নজরুল ইসলাম

কবিতা - ইরানের রূপ-মহলের শাহজাদি শিরীঁ

কাজী নজরুল ইসলাম

ইরানের রূপ-মহলের শাহজাদি শিরীঁ! জাগো
জাগো শিরীঁ
‘প্রিয়া জাগো’ বলে তোমার প্রিয়তম
ডাকে শোনো আগে রাতে ধীরে ধীরে।।
(তুমি) ধরা দিবে বলেছিলে বে-দরদি
(যদি) পাহাড় কাটিয়া আনিতে পার নদী।
হেরো গো শিলায় আজি উঠিয়াছে ঢেউ
(সেথা) তব মুখ ছাড়া নাহি আর কেউ,
প্রেমের পরশে যেন মোমের পুতুল হয়েছে পা‎ষাণ গিরি।।

গলিল পাষাণ, আমি তোমার প্রিয়তম ফিরে এলাম বিরহী বিবাগী
তোমার দেখার লাগি
তুমি আমার প্রিয়তমা হও আমার পানে চাহো ফিরি
এস শিরী! এসো শিরী!!

৫৬
মন্তব্য করতে ক্লিক করুন