কাজী নজরুল ইসলাম

কবিতা - আমার আপনার চেয়ে আপন যে জন

কাজী নজরুল ইসলাম

আমার আপনার চেয়ে আপন যে জন
খুঁজি তারে আমি আপনায়।।

আমি শুনি যেন তার চরণের ধ্বনি
আমারি তিয়াসী বাসনায়।।

আমারি মনের তৃষিত আকাশে
কাঁদে সে চাতক আকুল পিয়াসে,
কভু সে চকোর সুধা-চোর আসে
নিশীথে স্বপনে জোছনায়।।

আমার মনের পিয়াল তমালে হেরি তারে স্নেহ-মেঘ-শ্যাম,
অশনি-আলোকে হেরি তারে থির-বিজুলী-উজল অভিরাম।

আমারি রচিত কাননে বসিয়া
পরানু পিয়ারে মালিকা রচিয়া
সে-মালা সহসা দেখিনু জাগিয়া
আপনারি গলে দোলে হায়।।

পরে পড়বো
২৬৭
মন্তব্য করতে ক্লিক করুন