কবিতা - হারিয়ে যাওয়া ‘তুই’টাকে আজ সুদীপ তন্তুবায় নীল বিরহের কবিতা বুকের ভিতর মনখারাপের কাজল কালো নদী, হারিয়ে যাওয়া ‘তুই’টাকে আজ ফিরে পেতাম যদি- সুখের মিছিল ফিরতো তবে থাকতো কতো আলো, তোর মতো আর এই জীবনে বাসলো না কেউ ভালো। ♥ ০ পরে পড়বো ৭৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন