কবিতা - ফুলের খবর শংকর ব্রহ্ম অনুকাব্য, রূপক কবিতা ফুলের খবর শংকর ব্রহ্ম ক্রমাগত ভাঙতে ভাঙতে যে বুক চিতিয়ে ঘুরে দাঁড়ায় তাকে ভাঙবে কে? তাই না দেখে একটি ভ্রমর সঙ্গীকে তার বলে আয় না কাছে চলে, ভাঙতে ভাঙতে যে ভ্রমরটার ছিল না ডানায় জোর, এখন দেখি সেও নেয় ফুলের খবর। ♥ ০ পরে পড়বো ৬৮ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন