বিভ্রম -২
শংকর ব্রহ্ম
মাস্তানদের জন্য যে আশ্চর্য প্রদীপ ঘরে আছে ললনাদের
এবং মাতালদের জন্য যে রমণীয় সম্পদ
তা তারা কখনই ভুলতে পারে না
বরং অবহেলিত হয় তাদের যথার্থ আদর্শ।
আমি বাতুল হতে পারি,
তবু আমার জন্য পড়ে আছে অনন্ত পথ,
অগ্রগতি জন্য শোনা যায় না কোন শপথ
এবং পুরস্কারের জন্য কোন ঘোষণা,
বরং দেখা যায় কিছু অসামান্য স্বপ্নমোহর,
আর বিদ্রোহীদের জন্য রয়েছে কারাগার।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন