প্রাণের টান
শংকর ব্রহ্ম

ধন্যবাদের গেঁড়োয় পড়ে
ভালবাসা হারিয়ে যায়,
ধন্যবাদ প্রাপ্য তারই
যাকে ভাবি আপন নয়।

ভাল মানুষ বলেই
এত ভালবাসা তোমার প্রতি,
এতে তোমার লাভ না থাক
আমার তো নেই কোন ক্ষতি।

ভাল মন্দ বিচার করে
ভালবাসা কাউকে যায়,
তাই যদি করতে হয় তো
প্রাণের টান থাকে কোথায়?

পরে পড়বো
৭৯
মন্তব্য করতে ক্লিক করুন