প্রেমের স্মৃতি আকা
মোঃ শামছুউদ্দিন হাওলাদার
আজ ও স্বপ্ন দেখি মিম তোমাকে নিয়ে
মনে পড়ে তোমার সাথে স্মৃতি পাতাগুলো
আজ হন্যের হয় খুজি পাই
তোমার হারানো কাহিনী গুলো
ভাবতে অবাক লাগে কি ছিলো আমার অপরাধ
ছলনাময়ী করে ধোকা দিলা আমাকে
আমি যখন হাইস্কুলে পড়ি
প্রথম প্রেমের প্রস্তাব দিলে তুমি
আমি শামছুউদ্দিন তোমার প্রেমের প্রস্তাব গ্রহন করি,,
পবিত্র প্রেমের হাকিক এনো মতো
হাজারো বার তোমাকে ভালোবাসি,,
আজ ও তোমার কল্পনা ছবি সামনে ভেসে উঠে
তখন হাজারো প্রেমের প্রস্তাব প্রত্যাখান করি
বিশ্বাসের মর্যাদা সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিলো
কোন ভুলে আমার প্রতি করলা অবিচার,
শুধু তোমার প্রেমে অন্ধ হলাম
মিম তোমার ভালোবাসা ব্যর্থ হয়ে,
সাহিত্যিক কবি হিসাবে নাম দিলাম
খেতাব পেলাম গ্রাম্য নবীন কবি হিসাবে
প্রেমের ব্যর্থ হলে সবাই রুপ এক বেচে নেয়
আমি শামছুউদ্দিন বেচে নিলাম সাহিত্যিক কবি,
প্রতি নিয়তি আকুলতার মধ্যে বেঁচে থাকি
মিম তবু তোমাকে আমি ভুলতে পারা কষ্টকর
তোমার নামে শুধু আমি কবিতা লিখে গেলাম
তখনি তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি,
সুখে থাকো ভালো থাকো ভবিষ্যতের কামনা
মনে পড়ে তোমার সাথে স্মৃতি পাতাগুলো
আজ হন্যের হয় খুজি পাই
তোমার হারানো কাহিনী গুলো
ভাবতে অবাক লাগে কি ছিলো আমার অপরাধ
ছলনাময়ী করে ধোকা দিলা আমাকে
আমি যখন হাইস্কুলে পড়ি
প্রথম প্রেমের প্রস্তাব দিলে তুমি
আমি শামছুউদ্দিন তোমার প্রেমের প্রস্তাব গ্রহন করি,,
পবিত্র প্রেমের হাকিক এনো মতো
হাজারো বার তোমাকে ভালোবাসি,,
আজ ও তোমার কল্পনা ছবি সামনে ভেসে উঠে
তখন হাজারো প্রেমের প্রস্তাব প্রত্যাখান করি
বিশ্বাসের মর্যাদা সাথে তোমার প্রেমের সম্পর্ক ছিলো
কোন ভুলে আমার প্রতি করলা অবিচার,
শুধু তোমার প্রেমে অন্ধ হলাম
মিম তোমার ভালোবাসা ব্যর্থ হয়ে,
সাহিত্যিক কবি হিসাবে নাম দিলাম
খেতাব পেলাম গ্রাম্য নবীন কবি হিসাবে
প্রেমের ব্যর্থ হলে সবাই রুপ এক বেচে নেয়
আমি শামছুউদ্দিন বেচে নিলাম সাহিত্যিক কবি,
প্রতি নিয়তি আকুলতার মধ্যে বেঁচে থাকি
মিম তবু তোমাকে আমি ভুলতে পারা কষ্টকর
তোমার নামে শুধু আমি কবিতা লিখে গেলাম
তখনি তুমি বুঝতে পারবে আমি তোমাকে কতটা ভালোবাসি,
সুখে থাকো ভালো থাকো ভবিষ্যতের কামনা
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৩৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন