সেদিন যেথায় দাঁড়িয়েছিলেম
মনের যেই দ্বারে –
আনা গোনার শেষে আবার
ফিরছি সেই পাড়ে।
কতযে দিন চলে গেলো-
কতনা বরস মাস,
কত শ্রাবন পেরিয়ে যায়
পূরেণা তবু আশ ।
এমনি করেই চলে যায়
জীবন মরণ কত-
আশার কুসুম ফোটেনাগো
মুকুল ধরে যত।
মনের কথা নকশিকাঁথা
ধরে অযুত আশ-
দেহ গেলোও যায়না মুছে
গভীরে তার বাস।
ক্ষীণ হলেও আসার লতায়
সবার বেঁচে থাকা-
আশার দোলায় জীবন ধায়
আশায় বাঁচি হেথা।
তোমায় ভেবে মনের কোণে
থাকি একলা চেয়ে-
দেখি তোমায় পারেকি আনতে
আমার ভাগ্যের নেয়ে।

৪৬
মন্তব্য করতে ক্লিক করুন