কাজী নজরুল ইসলাম

কবিতা - কেন আসিলে যদি যাবে চলি

কাজী নজরুল ইসলাম

কেন আসিলে যদি যাবে চলি
গাঁথিলে না মালা ছিঁড়ে ফুল-কলি।।

কেন বারেবারে আসিয়া দুয়ারে
ফিরে গেলে পারে কথা নাহি বলি।।

কি কথা বলিতে আসিয়া নিশীথে
শুধু ব্যথা-গীতে গেলে মোরে ছলি।।

প্রভাতের বায়ে কুসুম ফুটায়ে
নিশীথে লুকায়ে উড়ে গেল অলি।।

কবি শুধু জানে, কোন্ অভিমানে
চাহি যারে গানে কেন তারে দলি।।

পরে পড়বো
৮০
মন্তব্য করতে ক্লিক করুন