সেইতো একই রকম আছি
হয়তো শরীরে নয়
সব বদলে গেছে চারিদিক
আমারি মতো চেহারায়;
মনটা কিন্তু বদলে গেলেও-
সেই বিন্দুতে ফিরে যেতে পারে
ঠিক তেমনই অনুভবের উপরে,
আর তেমন করেই পেতে চায়;
যখন দেখি স্বপ্ন ঘুমে-
মনে মনে কিন্তু ভাবি না কখনো
স্বপ্নটা ভুল,
যতক্ষণ ঘুমিয়ে থাকি-শত্রু দেখে ভয় পাই
গন্ধ পাই দেখলে ফুল।
মনের দেখাটা চিরন্তন চাপ দিয়ে যায় মনে
জাগ্রত কিংবা স্বপনে।
ভেতরে বাইরে চলেছে অভিঘাত
অবিরাম বদলে যায় দিবা নিশি রাত
বাহির বদলে গেলে একবার,
ফিরে যেতে পারেনা শুরুতে আবার;
ভেতর বদলে প্রতিক্ষনে
ছায়া রেখে যায় মনে
হৃদয়ের আয়নায় ,
সেই ধরা ছবির বিনাশ নেই
দেহ গেলোও মনে মনে রয়ে যায়-
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন