বলে দেয় ও কাজল নয়ন
তনুর মাঝে কি বিরাজে
মনের কোনে কি রয়েছে গোপন।
যায়না রাখা মনে মনে
যা আছে ঢাকা গোপনে
ভেসে ওঠে চোখের কোনে;
যেমন ধরণীর মনের কথা
বলে দেয় আকাশের আলো ,
সুখে আছে কিবা নেই ভালো।
তনুদেহ শত ছিন্ন করে
আনিতে পারিবেনা ধরে
মনের কোনো একটি কথা
আছে রাখা গোপনে গাঁথা।
তুমি যদি একটু বেসে ভালো
হৃদয়ে পারো জ্বালাতে আলো
ক্ষনিকেই হেসে উঠবে ভেসে সেথা
আঁখির আলয় সব আনন্দ ব্যাথা।
এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন