কাজী নজরুল ইসলাম

কবিতা - আমি কৃষ্ণচূড়া হতাম যদি

কাজী নজরুল ইসলাম | সন্ধ্যামালতী

আমি কৃষ্ণচূড়া হতাম যদি,
হতাম ময়ুরপাখা। (সখা হে)
তোমার বাঁকা চুড়ায় শোভা পেতাম
ওগো শ্যামল বাঁকা।।

আমি হলে গোপী চন্দন, শ্যাম,
অলকা-তিলক হতাম,
শ্যাম-চাঁদমুখে
শ্রী-অঙ্গের পরশ পেতাম
হলে কদম-শাখা।।

আমি বৃন্দাবনের বন-কুসুম
হতাম যদি কালা,
তোমার কণ্ঠ ধরে ঝরে যেতাম
হয়ে বনমালা।
আমি নুপূর যদি হতাম হরি
কাঁদিতাম শ্রীচরণ ধরি
ব্রজধূলি হলে রইতো বুকে
চরণচিহ্ন আঁকা।।

পরে পড়বো
১৩০
মন্তব্য করতে ক্লিক করুন