কাজী নজরুল ইসলাম

কবিতা - হয়তো আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না

কাজী নজরুল ইসলাম

হয়তো আমার বৃথা আশা তুমি ফিরে আসবে না
আশার-তরী ডুরবে কূলে দুখের স্রোতে ভাসবে না
তুমি ফিরে আসবে না।।

হয়তো তুমি এমনি করে
পথ চাওয়াবে জনম ভরে
রইবে দূরে চিরতরে সামনে এসে হাসবে না।।
তুমি ফিরে আসবে না।।

কামনা মোর রইল মনে রূপ ধরে তা উঠল না
বারে বারে ঝরলো মুকুল ফুল হয়ে তা ফুটল না।
অবুঝ এ প্রাণ তবু কেন
তোমারধ্যানে বিভোর হেন
তুমি চির চপল নিঠুর
জানি, ভালোবাসবে না।।

৮২
মন্তব্য করতে ক্লিক করুন