রবীন্দ্রনাথ ঠাকুর

কবিতা - যাহা পাও তাই লও

রবীন্দ্রনাথ ঠাকুর

যাহা পাও তাই লও, হাসিমুখে ফিরে যাও।
কারে চাও, কেন চাও- তোমার আশা কে পূরাতে পারে।।
সবে চায়, কেবা পায় সংসার চ’লে যায়-
যে বা হাসে, যে বা কাঁদে, যে বা প’ড়ে থাকে দ্বারে।।

৩০
মন্তব্য করতে ক্লিক করুন