ধিক্
শংকর ব্রহ্ম

ধর্ম আর জাতপাতের বিরুদ্ধে কবি কেনো
তবে বলি তা আজ মন দিয়ে যদি শোনো
একজন জ্যান্ত মানুষ পোড়াচ্ছে
ধর্মীয় জেহাদে মানুষরূপী কিছু জানোয়ার
আর একজন ছবি তুলছে তার
আর যাকে পোড়াচ্ছ শুনি তার
বাঁচাও বাঁচাও আর্ত চিৎকার
এরকম দৃশ্য দুষণ সহ্য হয় কার

এ কোন সমাজে আছি আমরা সবাই
ভাবি বার বার

ঘৃণিত দুটি বর্ণ ‘ধিক্’
এর চেয়ে আর বলব কি অধিক

পরে পড়বো
১০৬
মন্তব্য করতে ক্লিক করুন