আপন আস্ত্বিত্ব আপন ভাবনা
রাখিতে সবাই ব্যাকুল
গোচরে আগচরে বাচাতে আপনারে
হয়না কাহারো ভুল ।
এই মন যারে পেতে চায়
তার প্রতি শুধু ধায়
যার তরে এই হৃদয় ব্যাকুল
স্মরিতে হয়না ভুল।
রূপসী রূপের জৌলুস তার
রাখিতে ব্যাকুল,
মানী তার মান সম্মান সদাই
রাখিতে ব্যাকুল;
ধনী ধন সম্পদ বাঁচাতে তাঁর
খুঁজে পায়না কূল,
সিংহাসন বাঁচাতে রাজা
সদা রয় ব্যাকুল,
স্রোত বাঁচাতে নদী তার
ভাঙে দুই কূল ।
চাঁদ জ্যোৎস্নায় তার কলঙ্ক
ঢাকতে ব্যাকুল,
চন্দ্রকলা অমানিশা ডাকতে
করেনাকো ভুল।
তরুর হৃদয়ে ভয় যদি হারিয়ে যায়
তাই ফোটায় ফুল
বীজ হয়ে চারিদিকে ছড়িয়ে পরে
চারা হয়ে বাঁচায় কুল।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন