ক্ষমিও হে শিব! আর না কহিব-
‘দুঃখ বিপদে ব্যর্থ জীবন মম’!
মৃত্তিকা বলে মোরে ‘ওরে মূঢ় নর,
হৃদয়-আঘাতে তব কেন এত ডর?
দীর্ণ মম বক্ষ যত, আঘাত যত খর
শস্য সুফল তত, ততই শ্যাম মনোরম’।
আকাশ বলে মোরে ‘আমি কাঁদি যবে,
হাসে বসুন্ধরা ফুল্ল বিভবে।
তোমারও নয়নবারি বিফল না হবে
শুষ্ক জীবনে তব ফুটিবে ফুল অনুপম’।

মন্তব্য করতে ক্লিক করুন